চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার সুনশান নিরবতা ছবিঃআরেফিন।
আমার বাংলা টিভি ডেস্কঃ আগামী ৩১মে পর্যন্ত বন্ধ থাকবে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রসিদ্ধ কাপড়ের ব্যবসাকেন্দ্র টেরীবাজার। আগামী ঈদুল ফিতর পর্যন্ত টেরীবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন সব দোকানপাট বন্ধ ঘোষনা করেছে টেরীবাজার ব্যবসায়ী সমিতি।
১০মে থেকে দোকান খোলার সরকারের অনুমতি থাকলেও করেনাভাইরাস সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয় টেরীবাজার ব্যবসায়ী সমিতি।
৯মে শনিবার বিকাল ৩টায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান
তিনি বলেন, ‘সরকার আগামী ১০ মে থেকে দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, করোনা পরিস্থিতি মোকাবিলায় টেরীবাজার ব্যবসায়ী, কর্মচারী এবং টেরীবাজারে আগত ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ঈদ পর্যন্ত টেরীবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যবসায়ীদের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, সমিতির নির্দেশ অমান্য করে কেউ যদি, দোকান খোলার কারণে প্রশাসন কতৃপক্ষ কোন ব্যবস্থা নেয় এতে সমিতি কোন সহযোগীতা করবে না বলেও জানান। এবং সবাইকে সমিতির নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। নিউজটি শেয়ার করুন।