চট্টগ্রামের আলেম করোনায় মারা গেলেন মদিনায়
নিজস্ব প্রতিবেদকঃ মাত্র একদিনের ব্যবধানে সৌদি আরবের মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রামের সন্তান মাওলানা তৌহিদুল ইসলাম মারা গেলেন। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে তিনি সৌদি আরবে মৃত্যুবরণ করেন। তিনি সৌদি আরবের মদিনায় ড্রাইভার ভিসায় কর্মরত ছিলেন।
তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর সিকদার পাড়ার মাওলানা ছাবের আহমদের ছেলে। শ্বশুর বাড়ী: দোহাজারী জামিরজুরী ঘোড়ার পাড়া।ফেব্রুয়ারিতে তিনি ছুটি নিয়ে বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত সন্দেহ হওয়ার পর সৌদি আরবের মদিনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং তার মোবাইলের একটা ভয়েস রেকর্ডিং শুনা যায় মারা যাওয়া আগ পযন্ত তিনি বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করে ও মানুষের সাহায্য পাই নাই।
তিনি আরো বলেন আমি চিকিৎসার জন্য বার বার কল করলে একটা এম্বুলেন্স, করে আমাকে (আমার পছন্দ অনুযায়ী হাসপাতালে নিয়ে যায়নি) নরমেল হাসপাতালে চিকিৎসা করায় আমি আরো দূর্বল হয়ে যায়। ডাক্তারের ভালো চিকিৎসা পাইনি বলে দাবী করেন তিনি। মরহুম তৌহিদুল ইসলাম চার মেয়ে সন্তানের জনক।
তিনি সৌদি আরব যাওয়ার আগে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠ সংলগ্ন টাক শাহ মিয়া মাজার জামে মসজিদ, অক্সিজেন টেনারী বটতল মদিনা মসজিদ, রাঙ্গামাটি বনরুপা জামে মসজিদ, চাঁদগাঁও হামিদচর জামে মসজিদসহ একাধিক মসজিদে ইমামতি করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে মদিনার ওহুদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থা মারা যান চন্দনাইশ বরকল ইউনিয়নের ওবায়দুর রহমান জুয়েল।