চকবাজার থানা ছাত্রলীগ ফ্রী সবজি বিতরণ করেন

চকবাজার থানা ছাত্রলীগ ফ্রী সবজি বিতরণ করেন

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে নাগরিকদের ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে দ্বিতীয় বারের মতো ফ্রি সবজি বিতরণ করে চট্টগ্রাম চকবাজার থানা ছাত্রলীগ ও এস কে এস ক্লাব।

এর কার্যক্রম সর্ম্পন্ন করা হয় বুধবার ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড,দাম পাড়া, ২ং পল্টন রোড় এলাকায়। চট্টগ্রাম চকবাজার থানা ছাত্রলীগ ও (এস কে এস ক্লাব) এর পক্ষ থেকে প্রায় ৩০০০ হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ফ্রী সবজি বিতরন করা হয়।

এসময় তারা বলেন,আয়োজনের পক্ষে থেকে ফ্রী সবজি বিতরন করার সময় ছবি তুলতে নিষেধ করা হয়,কেনোনা অনেক মধ্য বিত্ত ফ্যামেলীর মানুষ আছে তারা লজ্জা পাই উপহার সামগ্রী নিতে চাই না। সবাই সবার পাশে থাকার জন্য এই ফ্রী সবজি বিতরণ কর্যক্রম আয়োজন করা হয়েছে।

এ সময় তারা আরো বলেন বলেন, এই রকম পরিস্থিতি চলমান থাকলে আমরা আবারো ফ্রী উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা করবো।
যাদের সহযোগিতাই এই আয়োজন করা হয়,
কফিল উদ্দিন কফিল,বেলাল ইসলাম,মামুন,টিটু,
ইয়াকুব আকাশ,এমরান তুষার,রুবেল,মোশারফ খান (শুভ),রাকিবুল আলম ( রাকিব),তোহিদুল ইসলাম (তোহিদ),রিপন,ঈশান, ইফতি প্রমুখ।