ঘরবন্দি ভারত, ডিজিটালে উপহার বিনোদনের পসরা

ঘরবন্দি ভারত, ডিজিটালে উপহার বিনোদনের পসরা

বিনোদন ডেক্স : করোনাভাইরাস মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি পশ্চিমবঙ্গও। বন্ধ সিনেমা হল। স্থগিত হয়ছে নতুন ছবি মুক্তি। এ অবস্থায় বিনোদনের একমাত্র সঙ্গী ডিজিটাল মিডিয়া। তাই বাড়িতে থেকেই মানুষ যাতে পূর্ণ বিনোদনের স্বাদ থেকে বঞ্চিত না-হন, সে কথা ভেবে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ারে ছবির বন্যা ওয়েব প্লাটফর্ম হইচই-তে।

বাইরে যেহেতু বেরোনো যাবে না তাই বাড়িতে বসেই দেখে নেওয়া যাবে বেশ কিছু সাম্প্রতিক বাংলা ছবি। হইচই ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে এসেছে বেশ কিছু জনপ্রিয় বাংলা সিনেমা। মার্চ মাস জুড়ে ইতোমধ্যেই হইচই উপহার দিয়েছে রুদ্রনীল ঘোষ ও রাজদ্বীপ গুপ্তার রহস্য রোমাঞ্চ সিরিজ ২, সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুরুষ, সন্দীপ রায়ের প্রফেসর শঙ্কু ও এল দোরাদো। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে নতুন সিরিজ একাত্তর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা উঠে আসবে এই ওয়েব সিরিজে।

এ ছাড়াও খুব শিগগিরই আর যা উপহারের ডালি সাজিয়েছে হইচই তার মধ্যে আসছে কণ্ঠ, মনোজদের অদ্ভুত বাড়ি, লাভ আজ কাল পরশুর। এ ছাড়াও আসছে বিক্রম চট্টোপাধ্যায়ের অরিজিনাল সিরিজ তানসেনের তানপুরা। বাড়িতে থেকে সামাজিক দুরত্ব বজায় রাখাটাই এখন মানুষের একমাত্র উপায়। সে কারণেই নিজেদের মতো করে উদ্যোগ নিয়েছে বাংলা বিনোদন মাধ্যম।