ঘটা করে পরিচারিকার জন্মদিন পালন করলেন আলিয়া ভাট।
আমার বাংলা টিভি বিনোদন ডেস্কঃ লকডাউনে প্রতিটি মানুষই গৃহকর্মীর মর্ম বুঝতে পারছেন। আর যারা কাজের ব্যস্ততার কারণে ঘরে সময় দিতে পারেন না, তারা তো পরিচারিকা ছাড়া জীবনটা কল্পনাও করতে পারেন না। গ্ল্যামার জগতের ঝাঁপ এখন বন্ধ, তাই বাড়িতেই ছোট ছোট ঘটনায় খুশি খুঁজে নিচ্ছেন বলিউড তারকারা। বাড়ির পরিচারিকার জন্মদিন ঘটা করে পালন করে তেমনই এক খুশির আমেজ দেখা গেল ভাট পরিবারে।
ছিমছাম অথচ খুব আন্তরিক ভাবে উদযাপন করা হল পরিচারিকা রাশিদা শেখের জন্মদিন। একটি নয়, দু’দুটো কেক কাটা হল। রাশিদার জন্মদিনকে বিশেষ করে তুললেন আলিয়া ভাট। মহেশ ভাট আর সোনি রাজদান রশিদার জন্য কাটলেন হ্যাজেলনাট কেক। আর অন্য একটি ফ্লেভারের কেক কাটলেন আলিয়া, দিদি শাহিন আর বাড়ির বাকি সদস্যেরা।
সেই উদযাপনের ভিডিও প্রকাশ্যে এনেছেন রাশিদা নিজেই। ভিডিওতে ভাট পরিবারকে কেক কাটার সময় উপস্থিত দেখা গেছে। সেই সঙ্গে সবাই একসঙ্গে গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থডে রাশিদা’। ভিডিওতে দেখা যায়, আলিয়া ডায়েটের কারণে কেক খেতে চাইছেন না। ভিডিও পোস্ট করে রাশিদা ক্যাপশনে লিখেছেন, ‘আমার স্বপ্নের জন্মদিন।’ শেয়ার করুন।