গরীব, অসহায়, শ্রমজীবী মানুষের পাশে জালাল আহম্মেদ ভুইয়া
কুমিল্লা প্রতিনিদি তানবীরঃ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কুমিল্লা নাংগলকোট উপজেলার, হেসাখাল ইউনিয়ন পরিষদের অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে, এমতাবস্থায় হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জালাল আহম্মেদ ভুইয়া তার ব্যক্তিগত তহবিল থেকে, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কর্মহীন ও গরীব দুস্থ ১৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন, এতে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব জাহাঙ্গীর আলম মজুমদার, বোরহান উদ্দিন, ইউপি গ্রাম পুশের মহল্লাদার ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম কালু সহ প্রমুখ।
এতে ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, সারাবিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পরেছে, আমাদের দেশেও তার প্রভাবে সাধারণ জনগণ মানবেতর জীবন যাপন করছে, তাই আমরা বড় পরিসরে না হলেও আমাদের যতটুকু সাদ্ধ রয়েছে, তার মধ্যে থেকে, আমাদের ইউপি চেয়ারম্যান জানাব জালাল আহম্মেদ ভাইয়ার উদ্দোগে, তার ব্যক্তিগত তহবিল থেকে এই সামান্য ত্রান সামগ্রী বিতরণ করছি।