খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে চন্দনাইশ ক্লাব

খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে চন্দনাইশ ক্লাব

চট্টগ্রাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে শনিবার (২৮ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন চন্দনাইশ ক্লাবের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সময় চন্দনাইশ ক্লাবের পক্ষে রাকিবুল হুদা আমার বাংলা ডট টিভিকে বলেন, শনিবার (২৮ মার্চ) চন্দনাইশের বিভিন্ন এলাকায় চন্দনাইশ ক্লাবের পক্ষ থেকে এ সকল খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, মুড়ি, শুকনো খাবারসহ অর্থ সহায়তা প্রদান করেন তারা তিনি আরো বলেন সমাজে অনেক ধনী লোক আছে সবাই কে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। এসম সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।