ক্ষুদ্র ক্ষুদ্র দোকানপাট বন্ধ হয়ে গেলে অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়বে ড. মাহবুবউল্লাহ
আমার বাংলা টিভি ডেস্ক : এই অর্থনীতিবিদ আরও বলেন, জরিপের ভিত্তিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া উচিত।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কী ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তা খতিয়ে দেখতে হবে সরকারকে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, সরকার আয়ের চেয়ে ব্যয় বেশি করছে। আগের চেয়ে রাজস্ব আয় তুলনামূক কমে গেছে। চারদিকে দুর্নীতি আর দুর্নীতি। amarbangla.tv
দুর্নীতির কারণে দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ পর্যায়ের দিকে যাচ্ছে। এই ভয়াবহতা নিরূপণ এবং কোভিড-১৯ মহামারির সংকট থেকে বেরিয়ে আসতেÑ আগে জাতীয় সমস্যাগুলো দূর করতে হবে।
৩০ বছর ধরে শিল্পপ্রতিষ্ঠানগুলো অনেক মুনাফা অর্জন করেছে। শিল্প মালিকেরা সেগুলো কোন খাতে ব্যয় করেছেন, অর্থ মন্ত্রণালয়কে তা খতিয়ে দেখা উচিত। সংকট নিরসনে দলমত নির্বিশেষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শেয়ার করুন।