কোভিড-১৯ : দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮৭, সুস্থ ৮৪৮ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আমার বাাংল টিভি ডেস্কঃ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াই টার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (মহাবপরিচালকের দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, কোভিড-১৯ মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫২ জন। মোট সুস্থ হয়েছে ১৬ হাজার ৭৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪৬ শতাংশ ।
তিনি জানান, মৃত্যুদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৭ জন । ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৮ জন এবং বাসায় ৯ জন মারা গেছে। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছর ২ জন, ৪১ থেকে ৫০ বছর ৪ জন, ৫১ থেকে ৬০ বছর ৮ জন, ৬১ থেকে ৭০ বছর ২২ জন এবং ৭১ থেকে ৮০ বছর ১ জন । মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবের পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৬১১৪ জনের । আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫৭৭২ জনের । শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ । amarbangla.tv
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬৭১ জনকে । বর্তমানে আইসোলেশনের আছেন ৮ হাজার ৭৬৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৫৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৪ হাজার ৮৭৩ জন ।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে । শেয়ার করুন।