কোভিড থেকে সাবধান থাকতে কখন হাত ধুঁতে হবে বলে দেবে ঘড়ি

কোভিড থেকে সাবধান থাকতে কখন হাত ধুঁতে হবে বলে দেবে ঘড়ি

 

আমার বাংলা টিভি ডেস্ক : কোভিড-১৯ এর আতঙ্কে, ভয়ানক পরিস্থিতিতে, হাত ধুয়ে ফেলা একটি অত্যন্ত বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমাদের নিয়মিত হাত ধুয়ে ফেলতে হবে যাতে, এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকে। কমপক্ষে ২০ সেকেন্ডে ধরে সঠিকভাবে হাত ধোয়া উচিত। কিন্তু কখন হাত ধুতে হবে তা বুঝতে অ্যাপল নিয়ে এসেছে ‘ওয়াচ ওএসসেভেন’। যার আওতায় কখন হাত ধুতে হবে তা জানতে পারবেন। ডিজিনেট

এই ফিচারটির সাহায্যে আপনার ঘড়িতে লাগানো সেন্সর, মাইক্রোফোন এবং অন-ডিভাইস মেশিন লার্নিং ব্যবহার করে হাত ধুয়ার গতি এবং সময় বলে দেবে। যখন আপনার হাত সঠিকভাবে পরিষ্কার করা হবে তখন আপনাকে জানিয়ে দেবে ঘড়ি। amarbangla.tv

অ্যাপলের এ ঢ়ড়িটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে। শেয়ার করুন।