কোভিড টেস্টের মান নিয়ে বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে: ড. বে-নজির আহমেদ
আমার বাংলা টিভি ডেস্ক : ড. বে-নজির আহমেদ একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় বোঝা যাচ্ছে সঠিক মনিটরিং হচ্ছে না।
বে-নজির আহমেদ বলেন, আমাদের দেশের মানুষজন দেশ থেকে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশী এয়ারপোর্টে গিয়ে করোনা পজেটিভ সনাক্ত হচ্ছে এটি দু:খজনক। ইতালি খুব স্ট্রং একটা কমেন্ট করেছে। মনে হচ্ছে, বিমানটা করোনার বোমা নিয়ে এসেছে। এ রকম একটা কমেন্ট। এটা তো ইন্টারন্যাশনালি প্রচার হবে।
সম্প্রতি কয়েকটি দেশ বাংলাদেশ থেকে বিমান চলাচলের উপর সায়িক নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে সর্বশেষ যোগ হয়েছে ইতালি। বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটে ২২৫ জন যাত্রীর মধ্যে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ বিষয়টিকে ভাইরাল বোমা নিষ্ক্রিয় করার সাথে তুলনা করেছেন ইতালির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। এরকম ঘটনা জাপান ও চীনের যাওয়ার সময়ও ঘটেছে। amarbangla.tv
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা গতকাল বলেন, রিজেন্ট হাসপাতালে যে ঘটনা ঘটল সেটি বড়োরকমের অনিয়ম। এসব খবর বিশ্বমিডিয়ায় প্রকাশ পাচ্ছে।
সিঙ্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক পীযুষ সরকার বিবিসি’কে বলেন, মহামারীর সময় দুর্নীতিগ্রস্ত হলে দেশের ইমেজ সংকট দেখা দিবে। শেয়ার করুন।