আমার বাংলা টিভি ডেস্ক: দিশেহারা হয়ে জনবিচ্ছিন্ন সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন অব্যাহত রেখেছে
কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরুকে বিনা ওয়ারেন্টে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, দিশেহারা হয়ে জনবিচ্ছিন্ন সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন অব্যাহত রেখেছে! মিথ্যা ভিত্তিহীন গায়েবি মামলা, হামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা গ্রেপ্তারে ভীত নয়। গ্রেপ্তার-মামলা, হামলায় বীর চট্টলার জনতাকে কোন অপশক্তি রুখতে পারেনি, পারবেও না। তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অত্যাচার-নির্যাতন, গুম-খুন করেই তাদের ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।
এই সরকার ২০১৮ সালের মত মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা, হামলা, নির্যাতন-নিপীড়ন, চালিয়ে একদলীয় নির্বাচনের পাঁয়তারা করছে। একদলীয় নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আবারো ক্ষমতায় বসতে চায়। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রিয়, মুক্তি কামী জনতা ভোট ডাকাত সরকারের এই আশা সফল হতে দিবে না। ভোটাধিকার রক্ষার সংগ্রামে জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মী নেতাকর্মীরা এই সরকার পতন আন্দোলনে এগিয়ে আসবে।
নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন ও হয়রানী করে যুবদলকে স্তদ্ধ করা যাবে না। বছরের পর বছর হামলা মামলা করেও এই মিডনাইট সরকার যুবদলকে দমাতে পারেনি বরং এইদল আরও শক্তিশালী হয়ে গণমানুষের দল হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। দেশকে বাঁচানোর জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। আন্দোলনের কোনো বিকল্প নেই।
আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথ দখল করে এই স্বৈরাচার সরকারকে সরাতে হবে। বিনা ভোটের সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। নেতৃদ্বয় অবিলম্বে কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরুসহ মিথ্যা, ভিত্তিহীন, গায়েবি মামলায় গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তির দাবী জানান।