কাপ্তাইয়ে, আবার পাহাড়ে রক্তাত্ব খুন
কাপ্তাই প্রতিনিধি রিপনমার্মাঃ কাপ্তাই উপজেলাধীন ৩নং চিৎমরম,৩নং ওয়ার্ড হেডম্যান পাড়া নামক জায়গায় গত কাল ইংরেজি ১ এপ্রিল বুধবার রাত্রে আনুমানিক ১১-১৫ মিনিট নাগাত ঘর থেকে কয়েকশত গজ দুরে নিয়ে ৩নং ওয়ার্ডে যুবলীগ সহ-সভাপতি উসুইপ্রু (চ্যেসে) মারমা (৩৩) নেতা কে’ ঘর থেকে ডেকে নিয়ে অমানবিক ভাবে গুলী করে হত্যা করেছে দুর্বৃক্ত সন্ত্রাসীরা।
এতে তাঁর মৃর্ত্য হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃত উসুইপ্রু মারমা দীর্ঘদিন দরে আ:লীগ রাজনৈতিক সাথে জডিত ছিল বলেন জানান এলাকা প্রতিবেশী। মৃত্য আগে স্ত্রী’র এবং ৫ বছরে সন্তান রেখে গেছেন তিনি।চন্দ্রঘোনা থানা ওসি আশরাফ উদ্দিন ঘটনার নিশ্চিত করে বলেন, আমার থানা আওতাধীন এলাকা চিৎমরম হেডম্যান পাড়া একদল সন্ত্রাসী (১এপ্রিল বুধবার )রাত ১১ টায় সময় ঘর থেকে ডেকে নিয়ে যায় যুবলীগ নেতা উসুইপ্রু মারমা কে’ তারপর ১১টা ১৫ নিনিট তাকে নিষ্টুর ভাবে গুলী করে হত্যা করেছে ।
এদিকে ঘটনা পর পর রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিংমং মারমা, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার, চন্দ্রঘোনা থানা ওসি আশরাফ উদ্দিন, কাপ্তাই উপজেলা আ:লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি এবং বর্তমান কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো:নাসির উদ্দিন, এবং পুলিশ, বিজিবি, সেনাবাহিনী গোয়েন্দা লোকেরা উপস্থিত হন।
তার পরে রাত ৩টায় মৃত দেহটি চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। ঘটনার পর পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে কাপ্তাই উপজেলা আ:লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ,সাধারণ সম্পাদক ইব্রাহিন খলিল,কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক তানভীর এবং আ:লীগের রাজনৈতিক অঙ্গ সঙ্গত লোকেরা এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েন বলেন, পাহারে আবার খুন হানাহানি রক্তাত্ব শুরু হয়েছে পাহারে যতগুলো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী আছে এবং উসুইপ্রু মারমা(চ্যেসেকে যারা নির্মন ভাবে হত্যা করেছে তাদেরকে চিহ্নিনিত করে আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কাছে জোর দাবি জানান।