কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএম এলাকাজুড়ে আতঙ্ক, করোনা সন্দেহে দুই জনের রক্ত সংগ্রহ

কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএম এলাকাজুড়ে আতঙ্ক, করোনা সন্দেহে দুই জনের রক্ত সংগ্রহ

 

রিপন মারমা রাঙ্গামাটি কাপ্তাইঃ কাপ্তাইয়ে উপজেলা চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী পেপার মিল্স লি.(কেপিএম)এর দু’জন আনসার সদস‌্যের শরীলে করোনা ভাইরাস সংক্রামণ রোগের সন্দেহে রক্তের নমুনা সংগ্রহের করা হয়েছ। এইঘটনার জানা জানি হলে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতংক। পরে এ ঘটনা কেপিএমের অভ‌্যন্তরে কেপিএমের লিমিটেড ম‌্যানেজার এডমিন সহ আনসার ক‌্যাম্পটিকে লকডাউন ঘোষণা করেন।

আর এই দিকে স্থানীয় পুলিশের সুত্রে’র জানা যায় বর্তমানে কর্ণফুলী পেপার মিল্স লি.এর কর্মরত জেলা আনসার সিপাহী সঞ্জয় দাশ(২৫) ও সিপাহী মোঃ আব্দুল হামিদ (২৫) করোনা ভাইরাস রোগের আক্রান্ত সন্দেহের আজ মঙ্গলবার (০৭এপ্রিল) রক্তের নমুনা সংগ্রহের রাঙ্গামাটি প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেছেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।

সেসময় তাঁর কাজ থেকে জানা যায়,কাপ্তাই কেপিএম লিমিটেড ম‌্যানেজার এড মিন মাজহারুল ইসলাম ওপুলিশ কেপিএম এর অভ‌্যন্তরে আনসার তাদের ক‌্যাম্পের সকল সদস‌্য(পিসি মোঃ মোস্তফা সহ ১০ আনসার সদস‌্য)আনসার ক‌্যাম্পটিকে ব‌্যানার লাগিয়ে লকডাউন করা হয়েছে সেই মুহুর্তে জানা যায় উক্ত আনসার সদস‌্যদ্বয় এর মধ‌্যে গত ০৫ দিন পূর্বে হতে প্রথম সঞ্জয় দাসের সর্দি, কাশি, জ্বর, দেখা দেয় এবং পরবর্তীতে মোঃআব্দুল হামিদের লক্ষন দেখা দেয় বলে জানা যায়।

আর এইদিকে কর্ণফুলী পেপার মিল্স লি. সিবিএ সভাপতি মোঃআব্দুল রাজ্জাক তিনি ঘটনার নিশ্চিত করে বলেন,মহামারি করোনা ভাইরাসে এত কিছু হয়ে যাচ্ছে সারা দেশের অফিস আদালত সরকারি, বেসরকারি, কলকারখানা বন্ধ অথচ কেপিএম এখনো পর্যন্ত চলমাণ রয়েছে।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম‌্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, অযথা ঘর-বাড়ী থেকে কেউ বের হবেন না সরকারি নির্দেশ মেনে চলতে অনুরোধ করে, সবাই বাড়িতে থাকুন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল তিনি বার বার জনসাধারণের উদ্দেশ‌্য বলেন,অুনুগ্রহ করে আপনারা বাড়িতে থাকুন। আপনাদের পরিবারে সকলকে নিরাপদে আপনাদের থেকে রাখতে হবে সেক্ষেত্রের আমাদের কি করনীয় সেই গুলো বুঝতে হবে আপনাদের। এই ভাইরাস খুব দ্রত ছড়ায়।এটি একটি অদৃশ‌্য ভাইরাস কার কাছে এ রোগ আছে দুড় থেকে বোঝার মুশকিল তাই সকলকে অনুগ্রহ করে বাড়ি থেকে বেড় হবেন না।আর যদি বিনা প্রয়োজনে কেউ বাড়ি ছেড়ে বের হন তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব‌্যাবস্থা করা হবে।