আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমা রাঙ্গামাটিঃ দক্ষিন এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদে দীর্ঘ ৪মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার(১৮ আগস্ট)মধ্যরাত থেকে মাছ শিকার শুরু হচ্ছে।তাই জেলে পাড়া থেকে শুরু করে ফিসারী ঘাটে প্রাণের কর্মচাঞ্চলতা দেখা দিয়েছে। কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধির জন্য প্রতি বছর ১ মে থেকে তিন মাসের জন্য মাছ শিকার, বাজারজাত করণ ও বিপনন বন্ধ থাকে।
রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম গণমাধ্যম’কে জানান, প্রতি বছর মাছের প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধির জন্য কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সকল মাছ শিকার ও বিপনন বন্ধ থাকে। এবার অনাবৃষ্টি ও হ্রদে পানি কম থাকায় মাছ শিকার বন্ধের মেয়াদ জেলা প্রশাসনের পক্ষ থেকে দু’দফা ১৭ দিন মৎস্য শিকার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।
যে কারনে এবার ৪ মাস মাছ শিকার নিষিদ্ধ ছিলো।গণমাধ্যম’কে তিনি আরো জানিয়েছেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় মাছ শিকারে এবার নতুন কিছু নিয়ম করে দেয়া হয়েছে। জালের দৈর্ঘ-প্রস্থ ও ছিদ্র কতটুকু রাখবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে। আর অনিবন্ধিত জেলেদেরও নিবন্ধনের আওতায় আনা হবে। আমরা আশা করছি এবারে বেশি করে রাজস্ব বৃদ্ধি হবে।
বৃহস্পতিবার মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে জেলেরা প্রথা মেনে পুঁজো দিয়ে হ্রদে নামবে মাছ শিকারের জন্য। জেলে পল্লীর পাশাপাশি মৎস্য সম্পদ নির্ভর প্রতিটি পেশার মানুষের মাঝে কর্ম চাঞ্চল্য বেড়ে গেছে।
বিএফডিসি সূত্র থেকে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে মৎস্য অবতরণ ১৩ হাজার ৯১৫ মেট্রিক টন এবং রাজস্ব আয় ১৩ কোটি ২৮ লাখ ৭১ হাজার টাকা। ২০২০ সালে পোনা অবমুক্ত করা হয় ৪৩.০৮ মেট্রিক টন। ২০২১-২২ অর্থ বছরে মার্চ ২২ পর্যন্ত মৎস্য অবতরণ ১৭ হাজার ৮৭০ মেট্রিক টন এবং রাজস্ব আয় ১১ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার টাকা। ২০২১ সালে পোনা অবমুক্ত করা হয় ৪৫.৯২ মেট্রিক টন। ২০২২ সালে পোনা অবমুক্ত করা হয় ৬৪ মেট্রিক টন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় মাছ শিকারের দুই দফা সময়সীমা বাড়িয়ে (১৮আগস্ট) মধ্যরাত হতে আবারও মাছ শিকার শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
৭শ ২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদের ওপর ২০ হাজার নিবন্ধিতসহ প্রায় ২৬ হাজার জেলের জীবিকা নির্ভর করে। বুধবার থেকে মাছ শিকারের নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় জেলে পল্লীসহ ব্যবসায়ী মহলে কমযজ্ঞ শুরু হয়েছে। প্রাণ চাঞ্চল্য ফিরে পাচ্ছে রাঙামাটি বিএফডিসি’র নৌযান ঘাটে।