কাপ্তাইয়ে ০৫ দোকানী ও ০২ ক্রেতাকে জরিমানাঃ০৬ জনকে মামলা।
রিপন মারমা কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় আজ (০৬ এপ্রিল ) সকালের সরকারি নিয়ম না মেনে দোকান খোলা র অপরাধের ০৫ দোকানী ও ক্রেতাকে সর্বমোট ০৭’হাজার ০৯’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত ।এছাড়া মামলা করা হয়েছে ০৬ জনের বিরুদ্ধের ।
এসময় নতুন বাজারে মা বেকারি নজরুল ইসলামকে ০৩’হাজার,কুমকুম ষ্টোরে সাধন দাশকে০২’হাজার,মনিহার স্টুডিও’র টিটু কুমার নাথকে ০৫’শ, জনতার ইলেক্ট্রনিক্সে আব্দুল হালিমকে ১৫০০’টাকা, মোঃইকবাল হোসেন পান ব্যাবসায়িকে ০৫’শ টাকা সহ মোঃ সোহেল এবং হানিফ নামক দুই ক্রেতাকে ০৪শ’টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যামা আদালত দন্ডবিধি ২৬৯ ধারা মতে তাদের অর্থ দন্ড দেওয়া হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল ।সেসময় সেনাবাহিনী পুলিশের সহযোগিতা ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন কাপ্তাই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহম্মেদ রাসেল। এসময় পেসকারে দায়িত্ব পালন করেন ,নির্বাহী কর্মকর্তা কার্যলয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম।
সেসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহম্মেদ রাসেল বলেন, কাপ্তাই নতুন বাজার এলাকায় সরকারি নিয়ম না মেনে প্রাশাসন আড়ালে দোকানে ঝাঁপ ফেলে গোপনীয় ভাবেই বিক্রি কার্যক্রম চলামান রাখার ০৫ জন দোকানী ও০২ জন ক্রেতাকে জরিমানা করা হয়েছে।
এছাড়া উক্ত দোকানীদের বিরুদ্ধের মামলা ও করা হয়েছে ।পরে তাদের কাজ থেকে এমন কার্য আর না করার জন্য অঙ্গিনা নামা নেওয়া হয়। সকলকে বাড়িতে থাকা অনুরোধ জানিয়েছেন তিনি অন্যথা বাড়ি থেকে বিনা প্রয়োজনে বের হলে করা হবে জরিমানা ।