আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা রাঙ্গামাটিঃ রাঙামাটি কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ হাবিবুল হক ও কে.আর.সি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ নুরুল আলম এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার ০৩(আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদে মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজনে মরহুম মোহাম্মদ হাবিবুল হক ও মরহুম মোহাম্মদ নুরুল আলম এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজেশ ভুট্টাচার্য্য সঞ্চালনা, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাম্মেল হক সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির হিসেবে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুনতাসির জাহান,কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ,
বি.এন.স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম,সবিমল তনচংঙ্গ্যা, মোহাম্মদ হানিফ,অনিল কুমার নাথ, রহিমা আক্তার, জাফরুল আলম নিজামী, জাশুপ্রু মারমা, মাহাবুব হাসান, হুমায়ুন কবির, হারুন অর রশিদ।
স্মরণ সভায় আগত অতিথিরা মরহুম মোহাম্মদ হাবিবুল হক ও মরহুম মোহাম্মদ নুরুল আলম কর্মময় জীবনের উপর স্মতিচারণ করেন। এতে বক্তারা বলেন সমাজকে আলোকিত করতে হলে আলোকিত ব্যাক্তির প্রয়োজন, সেই শিক্ষকরাই হলেন সমাজের আলোকিত মানুষ। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।