সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা
(রাঙামাটি) : কাপ্তাই কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুুলী পেপার মিলে (কেপিএম) সিবিএ নির্বাচন মঙ্গলবার (৩০ নভেম্বর) শান্তিপূর্ণ সুষ্ঠু ও সুন্দরভাবে
নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও শান্তিপূর্ণভাবেই সিবিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন জন প্রার্থীদেরকেও স্বস্তির দেখা গিয়েছে।
জানা গেছে এতে পরপর তৃতীয় বার শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং-২৭৫০) চাকা প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে সিবিএ নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধী কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নং- চট্ট-২৭৫০) ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১০০ ভোট এবং অপর শ্রমিক সংগঠন কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং- চট্ট-০৮) হাতুড়ী প্রতীক নিয়ে পেয়েছে মাত্র ৩ ভোট। এছাড়া দুটি ভোট নষ্ট হয়েছে। মোট ভোটার ছিল ২১৭টি।
এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে। এতে নির্বাচনে ৩টি শ্রমিক সংগঠন অংশ নেয়। সংগঠন গুলো হলো কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং- চট্ট-২৬২১) চাকা প্রতীক, কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন ( রেজি নং- চট্ট-২৭৫০) ছাতা প্রতীক এবং কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং- চট্ট-০৮) হাতুড়ী প্রতীক।
এর পরে বিকাল ৪টায় কেপিএম চিত্ত বিনোদন কেন্দ্রে সিবিএ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন
চট্টগ্রামস্থ রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারও সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভুইয়া।
এসময় কাপ্তাই উপজেলা ইউএনও মুনতাসির জাহান, থানার ওসি মোঃ নাসির উদ্দীন, ওসি (তদন্ত) আক্তার হোসেন, কেপিএমের জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন, শ্রম কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, মিলের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলন, দায়িত্ব প্রাপ্ত পোলিং অফিসার আব্দুর রাজ্জাক, এরশাদ আলম সিকদার সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামস্থ রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে।