করোনা সংক্রমণ ঠেকাতে কাপ্তাই থানার ‘যুদ্ধ’ ঘোষনা

করোনা সংক্রমণ ঠেকাতে কাপ্তাই থানার ‘যুদ্ধ’ ঘোষনা।

রিপনমারমা রাঙ্গামাটি কাপ্তাইঃ করোনা সংক্রমণ ঠেকাতেই এক রকম যুদ্ধ ঘোষনা করেছেন কাপ্তাই থানা পুলিশ।এই ধারাবাহিকতায় সব রকম প্রস্ততি নিয়ে মাঠে নেমেছেন কাপ্তাই থানা পুলিশ সদস‌্যের টিম।কাপ্তাই উপজেলা কেপিএম কয়লা ডিপো প্রাঙ্গনের অলিগলিতে বিভিন্ন গ্রাম, মহল্লা, গিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তারা হ‌্যান্ড মাইকিং করে। আতংকিত না হওয়ার জন্য নিদ্দেশ প্রদান করেন, কাপ্তাই থানা ওসি নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (০৯এপ্রিল) সকাল থেকে কাপ্তাই থানা আশে পাশে এবং চন্দ্রঘোনা কেপিএম কয়লা ডিপো সংলগ্ন এলাকায় ঘুরে পুলিশ সদস‌্যদের সচেতন চালাতে দেখা গেছে।এর আগে কাপ্তাই থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন প্রচারনা সহ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়ার জন‌্য এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার জন‌্য জনসাধারণকে সচেতন নিদ্দেশ করা হয়েছিল।

কাপ্তাই-চট্রগ্রাম সড়কে এবং বিভিন্ন এলাকায় গ্রাম পর্যায়ের সড়ক গুলো কোন প্রয়োজন ছাড়া আগত কোন গাড়ি সুস্পষ্ট কারণ ছাড়া কাপ্তাই প্রবেশ করতে পারবে না। শুধু মাত্র জরুরী সেবা প্রদান কাজে নিয়োজিত যান চলাচল স্বাভাবিক রয়েছে। কাপ্তাই থানা ওসি নাছির উদ্দিন আমার বাংলা ডট টিভিকে ‘ বলেন, কাপ্তাই জনসাধারণ বাসীকে নিরাপর্ত্তার জন‌্য সব সময় আমরা আইনের মধ‌্যে থেকে আমাদের দায়িত্ব পালন করতে চাই।

সাধারণ নাগরিকের একটু সময় অনিরাপদ আচারণ আমাদের সবাইকে নিরাপত্তাহীনতা ফেলে দিতে পারে।এবং এই নিরাপত্তাহীনতার দাম দিতে হবে জীবনের বিনিময়ে।’তাই আমাদেরকে যতটা কঠোর হতে হয় আমরা তার চেয়েও বেশি কঠোর হয়ে কাপ্তাই বাসীকে নিরাপত্তা নিশ্চিত করব। আমরা এই কাজে সকলের সহযোগিতা কামনা করছি এবং কাপ্তাই বাসীর জন‌্য যে কোন প্রয়োজন কাপ্তাই থানা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে বলে জানান।