করোনা সংকটের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার প্রতীকী ছবি
আন্তর্জাতিক ডেক্সঃ করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
রোববার (২৯ মার্চ) দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফসের এক বিবৃতিতে জানানো হয়, রোববার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওনসান থেকে দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যা ৩০ কিলোমিটার উচ্চতায় ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে।
বিবৃতিতে আরও জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে সমগ্র বিশ্ব যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে উত্তর কোরিয়ার এমন সামরিক তৎপরতা অসঙ্গত।
অনতিবিলম্বে উত্তর কোরিয়াকে এ সামরিক তৎপরতা বন্ধের জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।
অপরদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র জাপানের সীমানায় আঘাত করেনি।
বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপানসহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর সমস্যা তৈরি করেছে।
এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ার এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।