করোনা ভাইরাস শনাক্তের কিট এবার চট্টগ্রামে

করোনা ভাইরাস শনাক্তের কিট এবার চট্টগ্রামে

নিউজ ডেক্সঃ ঢাকার পর এবার থেকে করোনা শনাক্তের পরীক্ষা হবে চট্টগ্রামে। বুধবার করোনা ভাইরাস শনাক্তের কিট চট্টগ্রাম এসে পৌঁছেছে বলে জানিয়েছে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) কর্তৃপক্ষ।

তবে কি পরিমাণ কিট এসেছে তা জানানো হয়নি। এরইমধ্যে বিআইটিআইডিতে করোনা পরীক্ষার জন্য প্রতিষ্ঠানটির মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক এবং দুইজন টেকনিশিয়ান প্রশিক্ষণ নিয়ে এসেছেন ঢাকা থেকে। পরীক্ষামূলকভাবে আজ থেকেই শুরু হবে করোনা শনাক্তের পরীক্ষা।