গরীব অসহায় মানুষের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে ত্রাণ হস্তান্তর করছেন আবুল হাশেম বক্কর
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগ সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। করোনা যখন বিশ্বের অনান্য দেশে মহামারী আকার ধারণ করে তখন বাংলাদেশে তার প্রভাব পড়েনি। তখন হাতে সময় থাকলেও সরকার এ ভাইরাস মোকাবেলায় কোন ধরণের পদক্ষেপ নেয়নি। যার খেসারত দিতে হচ্ছে পুরো জাতিকে।
চট্টগ্রামে এখন শতাধিক মানুষকে করোনার নমুনা পরীক্ষা করলেও বেশিরভাগই মানুষ এখনো শঙ্কায় আছে। কারণ নমুনা টেষ্ট না হওয়াতে, কার করোনা আছে কার নাই সেটা কেউ জানতে পারছে না। তাই চট্টগ্রামে আরো বেশি করে করোনার নমুনা সংগ্রহ করার জন্য সরকারের প্রতি আহবান জানান । তিনি আজ ২৮ এপ্রিল মঙ্গলবার বিকালে নগরীর এনায়েত বাজার বাটালীরোড়স্থ নিজ বাসভবনে করোনা ভাইরাসের কারণে লকডাউনরত সমাজের খেটে খাওয়া ও দিনমুজুর এবং অসহায় পরিবারের মধ্যে খারার বিতরনের লক্ষে মহানগরীর আওতাধীন ওয়ার্ড নেতৃবৃৃন্দের কাছে ত্রাণ হস্তান্তর কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
করোনা মহামারিতে গরীব অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর সময় নেতৃবৃন্দের সাথে আবুল হাশেম বক্কর
তিনি আরো বলেন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথা ছিল সেই উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। করোনাভাইরাসকে মোকাবিলা করার জন্য সরকারের আন্তরিকতার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নকে প্রধান্য দিয়েছে। তারা এটাকে প্রথম দিকে গুরুত্ব দেয়নি। যখন ঘাড়ের মধ্যে এসে পড়ে গেছে তখন এটাকে সামাল দেয়ার মতো শক্তি হারিয়ে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা খাতে মারাত্মক অব্যবস্থাপনা।স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে, স্বাস্থ্যব্যবস্থা আছে বলেই মনে করা যায় না। করোনা ভাইরাসে আক্রান্তদের জীবনের ঝুকি নিয়ে চিকিৎসা দিতে গিয়ে নিন্মমানের মাস্ক সহ ব্যবাহর করে অনেক চিকিৎসক আজ অসুস্থ হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বিএনপি প্রথম থেকে সরকারকে সচেতন করার চেষ্টা করেছে। কিন্তু সরকার তা আমলে না নিয়ে তিরষ্কার করেছে। আমরা করোনা সংক্রমণ শুরু হওয়ার আগেই জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিলি করেছি, মাস্ক বিতরণ করেছি, চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের জন্য পিপিই দিয়েছি।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িছি। সারাদেশের ন্যায় চট্টগ্রাম মহানগরীর আনাচে কানাছে বিএনপি ও অঙ্গ সংগঠনির উদ্যোগে নিয়মিত ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে এবং এর ধারাবাহিতা অব্যহত থাকবে।
এই সমায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, সদস্য আলমগীর আলী, আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়া, উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পদক মো : আনেয়ার আরজু, বিএনপি নেতা সাইফুল ইসলাম, মো: সোহেব, মো: ফারুক, নগর যুবদল নেতা নওশাদ আলম মো: বজল আহমদ, মো: ফারুক, মো: রিয়াদ প্রমুখ।