করোনা মহামারিতে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন গাজী সিরাজ উল্লাহ সহ নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ ১লা মে শুক্রবার নগরীর ১৭নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া এলাকায় মেয়র প্রাথী নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন এর পক্ষ থেকে গরিব, অসহায়, হতদরিদ্র ও দলীয় নেতা-কর্মী ২০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন-সম্পাদক ও মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ।
এসময় গাজী সিরাজ বলেছেন, করোনা ভাইরাস
প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি নেয়নি। ফলে দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের মোট
জনসংখ্যা অনুযায়ী করোনা রোগী সনাক্তকরণে পরীক্ষা হারও নগন্য। করোনা মোকাবেলায় ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা সংক্রামিত হচ্ছে বেশি। ইতিমধ্যে কয়েক জন চিকিৎসক ও পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে।
তিনি বলেন, আজকে করোনার কারণে সারাদেশে খাবারের জন্য হাহাকার চলছে। কর্মহীন মানুষ খাবার খুঁজছে। এদিক ওদিক খাবারের জন্য ছোটাছুটি করছেন। সরকারী ত্রাণ গরীব দুঃখী, ক্ষুধার্ত মানুষের ঘরে না গিয়ে চলে যাচ্ছে সরকারী দলের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতাদের বাসায়। হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে তাদের বাসায়। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ও ডাল চোরদের উৎসব। তারা যতটুকু ত্রাণ বিতরণ করছে তাও দেখে দেখে নিজেদের পছন্দের লোকদের বিতরণ করছে। সাধারণ মানুষ সরকারী সাহার্য্য থেকে বঞ্চিত।
সে বলেন, নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। এই দু:সময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। এই মহামারীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমানের নির্দেশনা মেনে বিএনপি গরীব ও নিন্ম আয়ের মানুষের পাশে আছে এবং থাকবো।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর এ.কে.এম আরিফুল ইসলাম (ডিউক), কোতোয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন ফিরোজ, নগর যুবদল সদস্য লায়ন মো: হাবিব উল্লা খান, ওয়ার্ড বিএনপি নেতা হাজী ইউসুফ, মো আইয়ুব খান, মো: মালেক, ওয়ার্ড যুবদল নেতা মহসিন, শাহআলম, আব্দুল, ছাত্রদল নেতা গাজী শওকত, ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোহাম্মদ মাহির, যুগ্ন-আহবায়ক সাব্বির, সদস্য শাওন, রাজু,
ছোটন প্রমূখ।