করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১৪

করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১৪স্বাস্থ্য অধিদফতর

আমার বাংলা টিভি ডেস্কঃ আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১৪
করোনার ভাইরাসে আরো ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। এছাড়া নতুন আরও ৪১৪ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।amarbangla.tv

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলটিনে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৮।