করোনা প্রমাণ করলো গোলাবারুদ নয় ভালোবাসা শক্তিশালী, বললেন মাশরাফি

করোনা প্রমাণ করলো গোলাবারুদ নয় ভালোবাসা শক্তিশালী, বললেন মাশরাফি

 

স্পোর্টস ডেস্ক: বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের সংক্রমণে সারাবিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে হাজার-হাজার মানুষ। যেসব দেশ সারা বছর যুদ্ধে লিপ্ত থাকে তারাও স্থবির। যুদ্ধবিমান কিংবা পারমাণবিক বোমা কোনো কাজেই আসছে না। মাশরাফি বিন মুর্তজা এটাকে ভালোবাসার জয় হিসেবেই দেখছেন।

মাশরাফি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘করোনা প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি বেশি।’ মাশরাফি এই এক লাইনে স্ট্যাটাসে বুঝিয়ে দিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভালোবাসাই একমাত্র হাতিয়ার।

কদিন আগেই নিজের দায়িত্ব আর ভালোবাসার উদাহরণ দেখিয়েছেন মাশরাফি নিজেও। নিজের নির্বাচনী এলাকা নড়াইলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছেন তিনি।

এ ছাড়া অসুস্থদের সহায়তার জন্য বাড়ি-বাড়ি ডাক্তার পাঠাচ্ছেন তিনি। সেই সঙ্গে ডাক্তার-নার্সদের জন্য তিনি দিয়েছেন ৫০০ পিপিই এবং ১২০০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ।