করোনা নিয়ে ষড়যন্ত্রতত্ত্বমূলক ভিডিও মুছতে হিমশিম খাচ্ছে ফেসবুক, ইউটিউব ও টুইটার।
আমার বাংলা টিভি ডেস্কঃ ফেসবুক, টুইটার, ইউটিউব, আইএসি ভিমোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্বমূলক ভিডিও।
এই ভিডিওগুলোতে যে সব পরামর্শ দেয়া হচ্ছে তা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের সম্পূর্ণ উল্টো। ফেসবুকে ১৭ লাখের বেশি ভিউ হওয়া ও ১ লাখ ৪০ হাজারেরও বেশি শেয়ার হওয়া এক ভিডিওতে বলা হয়েছে, মাস্ক মানুষকে আরো বেশি অসুস্থ করে ফেলে ও এটি রোধ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। সামাজিক মাধ্যমগুলোতে ছড়ানো আরেক ষড়যন্ত্রতত্ত্বমূলক ভিডিও ‘প্ল্যানডেমিক মুভি’র ২৬ মিনিটের ভিডিওতে বলা হয়েছে, মূলত টিকা নিয়ে ব্যবসা করতেই ছড়ানো হয়েছে কোভিড-১৯।
ফেসবুক ও ইউটিউব বলেছে, এই ধরনের ভিডিও ডিলিট করার পূর্ব মুহুর্তেও ১০ লাখেরও বেশি ভিউ হয়েছে। টুইটার বলেছে, তারা ইতোমধ্যেই ‘প্লেগ অব করোপশন’ ও ‘প্ল্যানডেমিক মুভি’ হ্যাশট্যাগ ব্লক করে দিয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুগল, ফেসবুক, টুইটার সহ অন্যান্য প্রযুক্তি মাধ্যমের পরিচালকদের সঙ্গে এক বৈঠকে কিভাবে করোনা ভাইরাস নিয়ে ছড়ানো ভূয়া তথ্য মোকাবেলা করা যায় তা আলোচনা করে।