করোনা নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে আবুল হাশেম বক্কর

আমার বাাংল টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে। শাসকগোষ্ঠী একদিকে ছুটি বাড়াচ্ছে, অন্যদিকে গার্মেন্টস, কলকারখানা, দোকানপাট ও শপিংমল সবকিছু খুলে দিচ্ছেন। এইটা স্ববিরোধিতা ছাড়া কিছুই নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছে সবকিছু খুলে দিলে দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করবে। আমরাও একই কথা বলে যাচ্ছি। তাহলে কার স্বার্থ রক্ষার্তে জনগণকে বিপদে ফেলে দিচ্ছে সরকার? করোনা মোকাবেলা নিয়ে শুরু থেকেই আমরা সমন্বয়হীনতা লক্ষ্য করছি। এই মহাদূর্যোগ সরকার একা নিয়ন্ত্রণ করতে পারবে না জেনে আমরা প্রথম থেকে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বলে আসছি। কিন্তু এক দলীয় চিন্তা থেকে সরকার সরে আসতে পারছে না। যার কারণে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস মহামারীকে পুঁজি করে সরকার জনগণের জীবন নিয়ে জুয়া খেলছে। মানুষের মনে সুখ নেই, মানুষ অর্থ কষ্টে দিন যাপন করছে। সেই সাথে বাড়ছে মৃত্যু আতঙ্ক। এখন নতুন করে মার্কেট, শপিংমল খুলে, কার স্বার্থ রক্ষা করতে চাচ্ছে সেটা জনগণ জানতে চায়।

বক্কর বলেন, উন্নয়নশীল দেশ দাবি করলেও বাস্তবতা ফাঁকাবুলি ছাড়া আর কিছু না। সরকার জনগণের মাঝে খাদ্য সামগ্রীসহ ত্রাণ সহায়তা দিতে ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য জনজীবন স্বাভাবিক করছে। এতে করে মানুষকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, দোকান পাট, শপিংমল খুললে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে, সরকারের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি বলছে করোনা মোকাবেলায় জনগণকে সচেতন হতে হবে। সরকার দোকানও খুলবে, আবার জনগণকে সচেতন হতেও বলবে। এ থেকে বোঝা যায় তাদের ভিতরে কোন সমন্বয় নেই, এসি রুমে নিজেদেরকে নিরাপদে রেখে তাদের যেমন খুশি তেমন কথা বলে জনগণকে বিপদের মুখে ফেলছে।

তিনি আজ বুধবার (৬ মে ) দুপুরে নগরীর এনায়েত বাজার বাটালী রোডের নিজ বাসভবন থেকে লকডাউনে কর্মহীন অসহায় মানুষের জন্য বিএনপির ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ২৮ নং পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীন জসিম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, নগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ছকিনা বেগম, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আকতার লিটা, নগর যুবদলের সহ সম্পাদক মো. নওশাদ, কোতোয়ালী থানা বিএনপির প্রচার সম্পাদক মো. রিয়াদ, ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মো. আনাস, মো. নোমান প্রমুখ। নিউজটি শেয়ার করুন।