জনসচেতনতায় গণমাধ্যমকর্মীদের প্রচারণা।
চট্টগ্রাম: করোনাভাইরাস নিয়ে জনগণকে সচেতন করতে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (২১মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’ প্ল্যাকার্ড নিয়ে প্রচারণায় অংশ নেন তারা।
প্রচারণায় যোগ দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের ভারপ্রাপ্ত ইনচার্জ ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান সবুজ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার শহিদুল সুমন, এবং বিভিন্ন টেলিভিশনের কর্মতর ক্যামরাপাসন প্রমুখ।
ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক আমার বাংলা ডট টিভি বলেন, করোনা মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সাধারণ মানুষ যাতে ঘর থেকে বের না হয়, তার জন্য আমরা তাদের অনুরোধ করছি। তাছাড়া জনসমাগমের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও মানুষ ঘর থেকে বেরিয়ে অহেতুক জনসমাগম তৈরি করছে, যা পরিবারসহ সবাইকে ঝুঁকির মধ্যে ফেলছে।