করোনায় সালমান দিপ্ত’র উদ্যোগে, শান্তি সংঘ ফাইন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চসিক নির্বাচনে মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী এর তত্ত্বাবধানে, মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি সালমান দিপ্তর উদ্যোগে, শান্তি সংঘ ফাইন্ডেশনের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আমার বাংলা টিভি ডেস্কঃ সাম্প্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশ অঘোষিত লকডাউনে রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শিতা ও আগাম পদক্ষেপের কারণে বাংলাদেশ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বন করতে গিয়ে অসহায় হয়ে পড়ে সাধারণত মানুষ। এরই মধ্য রমজান শেষ হয়ে এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ আওয়ামিলীগ চসিক নির্বাচনের জন্য মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী এর তত্ত্বাবধানে পথচারী (ভাসমান) অসহায়, ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন মহানগর ছাত্রলীগ নেতা, মুক্তিযোদ্ধা মঞ্চ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি এবং চ.সি.ক নির্বাচনের পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক, সালমান দীপ্ত।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড সদস্য এম আর আজিম।
আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক নুরুল আলম মিয়া, আওয়ামীলীগ নেতা সাইফুল করিম চৌধুরী, ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহজাহান সেলিম, নগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল।

এসময় প্রধান অথিতির বক্তব্য এম আর আজিম বলেন, দেশে এই মুহূর্তে সব কিছু বন্ধ চলছে অঘোষিত লকডাউন। লকডাউনের কারণে সাধারণ মানুষের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, একেবারে যেন কষ্টের শেষ সিমানায়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শিতা ও আগাম পদক্ষেপের কারণে বাংলাদেশ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। ডাক্তার, পুলিশ বাহিনী হতে শুরু করে অনেক জনপ্রতিনিধিকে আমরা হারিয়েছি করোনার থাবায়। এরই মধ্য একমাস সিয়াম সাধনার রোজার মাস শেষ হয়ে ঈদ কড়া নাড়ছে। ঠিক এ সময় আমাদের ছোট ভাই সালমান চৌধুরী দীপ্ত এবং শান্তি সংঘ ফাইন্ডেশনের এই ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগকে স্বাগত জানাই। আশা রাখি এর মাধ্যমে অসহায়, ছিন্নমূল হতদরিদ্ররা কিছুটা হলেও ঈদের খুশির আমেজ পাবে।

তিনি আরো বলেন, যাকাতের টাকা গুলো এদিক ওদিক নষ্ট না করে অসহায় পরিবারের জন্য বরাদ্দ করার জন্য, প্রিয় মানুষ গুলোকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোঃ কফিল উদ্দীন, কামরুল ইসলাম, শেখ ফজলুল আহম্মেদ সজীব, নূর নবী পিয়াস, মোহাম্মদ ইব্রাহিম, সাইদুল আনোয়ার সাইমন, মেহেদী হাসান বাবু, নাঈম ইসলাম, মোঃ বাবলু, তম্ময় দাশ, আরিফুল ইসলাম, সুকান্ত দাশ রাহুল, জোনায়েদ শিকদার, ফজলে আকবর বায়েজিদ, মোঃ ফাহারান, চৌধুরী হাসান, মোঃ নোসাদ সহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মী এবং অন্যান্য সদস্যরা।শেয়ার করুন।