চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
আমার বাংলা টিভি ডেস্কঃ এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন হয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
সোমবার (৮ জুন) রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপির কমিশনারের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা যায়।
রাতে টেলিফোনে আলাপকালে কমিশনার মাহবুবুর রহমান নিজেই করোনা পজেটিভ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, করোনা পজেটিভ রিপোর্ট আসলেও আপাততে আমি সুস্থ আছি। তেমন কোন উপসর্গ নেই। কয়েকদিন ধরে শরীরে সামান্য জ্বর অনুভব হওয়ায় আমি এবং আমার স্ত্রীর করোনা টেস্ট কেরিয়েছিলাম। আজ রাতে রিপোর্টে জানলাম আমার পজেটিভ এসেছে আর আমার স্ত্রীর নেগেটিভ এসেছে। রিপোর্ট পজেটিভ আসার পর থেকে আমি সবার থেকে আলাদা থাকার ব্যবস্থা করছি। তবে বাসায় আইসোলেশনে আছি। amarbangla.tv
এদিকে পুলিশ কমিশনার আক্রান্ত হওয়ার বিষয়ে জানতে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, আমি আসলে সিএমপি কমিশনার আক্রান্ত হওয়ার বিষয়ে রিপোর্ট পাইনি। তাই এ ব্যাপারে কিছু বলতে পারছি না। পাঠক নিউজ শেয়ার করুন।