করোনার‘গুজব’ঠেকাতে ডব্লিউএইচওর তথ্য দিচ্ছে হোয়াটসঅ্যাপে ও ফেসবুকে

করোনার‘গুজব’ঠেকাতে ডব্লিউএইচওর তথ্য দিচ্ছে হোয়াটসঅ্যাপে ও ফেসবুকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: খবর টেকডটনেটের। করোনাভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে একশ্রেনীর ব্যবহারকারীরা।এ অবস্থায় গুজব ঠেকাতে এবার হোয়াটসঅ্যাপে করোনা ভাইরাস সংক্রান্ত বিস্তারিত তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তাদের এই সেবা নিতে পারছেন যে কোনো হোয়াটসঅ্যাপ ও ফেইসবুক ব্যবহারকারী। ফলে ম্যাসেজিং সেবাটির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে তথ্য পৌঁছাতে পারবে।

তাদের দেয়া নম্বর (+৪১৭৯৭৮১৮৭৯১) মুঠোফোনে সেইভ করে হোয়াটসঅ্যাপ থেকে শুধু ঐর লিখে সেন্ড করলেই আক্রান্তের সংখ্যা, নিজেকে সুরক্ষিত রাখতে কী করতে হবে সব জানিয়ে দেবে ডব্লিউএইচও।

ফেসবুকের অফিসিয়াল ওয়েকসাইটে জুকারবার্গের পক্ষ থেকেও গতকাল একটি বিবৃতি দেয়া হয়, সেখানে বলা হয়, ফেসবুকে কোভিট-১৯ নিয়ে যারা ফেসবুকে গুজব ছড়াচ্ছেন তাদের একাউন্ট বন্ধ করে দেয়া হবে এবং ১০ এপ্রিল থেকেই সঠিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বার্তা তথ্য তুলে ধরা হবে।