করোনায় একদিনে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০৬
আমার বাংলা টিভি ডেস্ক :বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, করোনায় মোট মারা গেছেন ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ জনের। পরীক্ষা করা হয়েছে ৫ ৮৬৭ জনের । মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের। মোট আক্রান্ত ১২ হাজার ৪২৫ । ১৩০ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়। মোট সুস্থ হয়েছেন ১ ৯১০ জন। করোনায় মোট শনাক্ত ১২৪২৫ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর তথ্য বুলেটিনে উল্লেখ না করে ডা. নাসিমা জানান, এ তথ্য প্রেস রিলিজে জানিয়ে দেয়া হবে। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত দুইদিনের তুলনায় আজকে শনাক্ত কম হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১০৭ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১ হাজার ৭৭১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৫০ জন।
তিনি জানান, এখন ৩৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৩৩টি ল্যাবে নমুনা পরীক্ষা হতো। নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।