করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা হৃদয় হাসান বাবু

করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা
হৃদয় হাসান বাবু

আমার বাংলা টিভি প্রতিবেদকঃ চীন, ইরান, সৌদি আরব, ইতালী, স্পেন, ফ্রান্সসহ বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যালোচনার পর আমার মনে হয়েছে– মহামারী করোনাভাইরাসটি একটি নির্দিষ্ট এলাকায় ৮০/৯০ দিনের বেশি অবস্থান করে না। হয়তো আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হতে আরো কিছুদিন সময় নিবে।

কিন্তু নতুনভাবে সংক্রমণ শক্তি হারিয়ে ফেলে। সেই হিসেবে আমাদের প্রিয় দেশে প্রথম করোনা সনাক্তের দিন থেকে ৪৫/৪৬ দিন অতিক্রান্ত হয়ে গেছে। হয়তো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশে আরো কদিন মৃত্যুযজ্ঞ চালাতে করোনা এখন ‘পিক টাইমেই’ আছে। আশা করছি সপ্তাহ দুই/তিন পর ক্রমান্বয়ে তা আবার নীচের দিকে নামতে থাকবে।amarbangl.tv 

তারপর আবার নতুন কিছু দেশে করোনা তার মৃত্যুর নতুন ফ্রন্টলাইন খুলে বসবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইরান, সৌদি আরব, ইতালী, স্পেন, ফ্রান্স পিক টাইম পেছনে ফেলে এসেছে। আশা করছি আগামি কয়েক দিনের মধ্যেই উপরিউক্ত দেশগুলিসহ বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসটির প্রাণ শক্তি নিস্তেজ হয়ে আসবে।

আমাদের প্রিয় দেশের মানুষ এই প্রাণঘাতী রোগ থেকে মুক্তি পাবে। সেই সাথে বর্তমানে চরমভাবে আক্রান্ত বিভিন্ন দেশেও স্থিমিত হয়ে আসবে। আক্রান্ত দেশগুলির উপর একটা জরিপ করে দেখাগেছে, ছোঁয়াছে নভেল করোনাভাইরাস (কোভিট-১৯) ব্যাপকভাবে মানুষের সংস্পর্শে এসে তার মৃত্যুযজ্ঞ চালায়। তবে সংক্রমণ শুরু হওয়ার ২৫/৩০ তম দিন থেকে ৫০/৬০ তম দিন পর্যন্ত সংক্রমণ ও আক্রমণের পিক টাইম এ অবস্থান করে।

তারপর ধীরে ধীরে তা কিছুটা স্থিমিত হয়ে আসতে থাকে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সাথে সাথে দেশব্যাপি ব্যাপক সতর্কতা অবলম্বন, সচেতনতার সাথে দ্রুতগতিতে বিভিন্ন রাজ্য লকডাউন করাসহ কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে শতকোটিরও বেশি জনগণের এই দেশটি ব্যাপক সংক্রমণ ও মৃত্যুযজ্ঞ থেকে রেহায় পাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।

মহামারী ভাইরাস করোনা নিয়ে উপরোক্ত বিশ্লেষণ সম্পূর্ণ আমার ব্যক্তিগত অবজারভেশন। এটা কোনো ভবিষ্যত বাণি না, এটা একটা ধারণা মাত্র। সবকিছু মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ রাব্বুল আলামীনই একমাত্র ভালো জানেন। তিনিই সকল কিছুর একমাত্র নিয়ন্ত্রক। আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে। তবে আপনার যুক্তি নিয়ে আপনি আপনার ভাবনা চালিয়ে যান। ইনশা আল্লাহ্ অচিরেই এই মহামারী থেকে আমাদের বাংলাদেশ ও বিশ্বের মানুষ মুক্তি পাবে।

এই কটা দিন (অন্তত আগামী ৩ সপ্তাহ) সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। বিশেষজ্ঞ বিধিনিষেধ মেনে চলুন। অযথা বাহিরে ঘুরঘুর করবেন না। বাসায় থাকুন, নিজেও নিরাপদ থাকুন অন্যকেও নিরাপদ রাখুন।
করোনামুক্ত পৃথিবীতে একবুক শ্বাস নেয়ার প্রত্যাশায়…