করোনাকে পিছনে পেলে হাজারো মানুষের শেষ বিদায়ে টেরীবাজার সভাপতিওসমান গণি চৌধুরী
আরফাত আরেফিন সাতকানিয়াঃ চট্টগ্রাম টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীন রাজনীতিবীদ,বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি লায়ন আলহাজ্ব ওসমান গণি চৌধুরী আজ ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর, তিনি স্ত্রী, ২ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫:১৫ মিনিটে আকস্মিকভাবে মৃত্যবরণ করেন।ভোরে সাতকানিয়া গ্রামের বাড়িতে খানেকা মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে মসজিদে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।স্থানীয় একটি হসপিটালে তাৎক্ষণিক নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার বাদে আছর সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়।
“সাম্প্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশে অঘোষিত লকডাউনে রয়েছে। লকডাউন থাকলেও শেষ বিদায় জানানোর জন্য দূর -দূরান্ত থেকে ছুটে আসা মানুষ গুলোকে আটকানো যাবে না, কারণ ভালোবাসার মানুষটাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, শেষ বিদায় জানানোর জন্য হাজারো মানুষ জানাযায় শরিক হয়। মরহুমের নামেজে জানাযায় উপস্তিত ছিলেন সাতকানি পৌরসভার মেয়র মোহাম্মদ জোবাইর, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ’র পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান,সিনিয়ন সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরী, আলহাজ্ব ফরিদুল ইসলাম, মোঃ লিয়াকত আলী, উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইদ্রিস, আলহাজ্ব হুমায়ন কবির মানিক, হাজী মোঃ রফিক আলম, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলমগীর, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, অর্থ সসম্পাদক আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক মোঃ আজগর আলী, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইসতেহাদ হোসেন রাজিব, দপ্তর সম্পাদক আবু বক্কর, অডিটর সম্পাদক মোঃ এমরানুল হক (সাইয়্যদ), সাহিত্য ও ধর্মীয় সম্পাদক মোঃ জিয়াউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইসতিয়াক উদ্দীন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ মনজুর এলাহী, মোঃ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান, টেরীবাজার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোঃ কফিল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আরফাত হোসেন আরেফিন,”
টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন ও মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।