আমার বাংলা টিভি ডেস্কঃ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী (৭৭) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে কক্সবাজার শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। amarbangla.tv
বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নজরুল ইসলাম চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ছিলেন। ৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা এই রাজনীতিক ৭০ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সেলের কান্ডারী ও কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়নেতা ছিলেন। আমরা একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারিয়েছি। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পুরন হবার নয়। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্যমন্ত্রী। শেয়ার করুন।