ওয়েল ফুডের বাসী খাবার ওয়াসা আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা

 ওয়েল ফুড ওয়াসার মোড় চট্টগ্রাম। 

আমার বাংলা টিভি ডেস্কঃ মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, বাসী খাবারে নতুন লেবেল লাগিয়ে পুনরায় বিক্রিসহ নানা অভিযাগে চট্টগ্রাম নগরীর স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল ফুডের ওয়াসা আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, বগুড়ার দৈ নাম দিয়ে নিজেদের তৈরী করা দৈ বিক্রি , বাসী খাবারে নতুন লেবেল লাগিয়ে পুনরায় বিক্রিসহ নানা অভিযাগে চট্টগ্রাম নগরীর স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল ফুডের ওয়াসা আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, বগুড়ার দৈ নাম দিয়ে নিজেদের তৈরী করা দৈ বিক্রি।

ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক ফয়েজ উল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ এর আনিসুর রহমান সহ অনেকে।

এ সময় আউটলেটটিতে আগের বাসী কেক , মিস্টিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী আজকের তারিখের লেবেল লাগিয়ে বিক্রি করতে দেখা যায়। সরেজমিন ভোক্তাদের অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার প্রতিষ্ঠানটিকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করে।