ওমান প্রবাসি জসিম এর হারানো পাসপোর্ট স্বর্ণ সহ মালামাল উদ্ধার করলেন সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগ

 

আমার বাংলা টিভি ডেস্ক: ওমান প্রবাসী মোঃ জসিম উদ্দিন গত ২৫/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চট্টগ্রাম একেখান মোড় আসার পথে সিএনজিতে ভুলক্রমে তার ওমান ভিসা লাগানো দুইটি পাসপোর্ট, স্ত্রীর জন্য ক্রয়কৃত ১টি স্বর্ণের বালা ও ১টি হাত গড়ি ফেলে চলে যায়।

পরবর্তীতে যখন জানতে পারে তার সাথে থাকা হাত ব্যাগ হারিয়ে ফেলেছে তখন তিনি কান্নায় ভেঙ্গে পড়ে বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করে না পেয়ে গত ২৬/০৭/২০২৩খ্রিঃ তারিখ দুপুর ০১:০০ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনারের কার্যালয় ট্রাফিক দক্ষিণ অফিসে এসে পুলিশ সদস্য শাহীন হোসেন‘কে জানালে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ এন এম নাসিরুদ্দিন ও টিআই প্রশাসন মোঃ রফিকুল ইসলাম এর সহযোগিতায় চট্টমেট্রো থ-১৩-৭৭২৯ সিএনজির তথ্য সংগ্রহ করা হয়।

টিআই প্রশাসন মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য শাহীন হোসেন অদ্য ২৭/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকার সময় হারানো পাসপোর্ট, স্ত্রীর জন্য ক্রয়কৃত ১টি স্বর্ণের বালা ও ১টি হাত গড়ি উদ্ধার করে ওমান প্রবাসি মোঃ জসিম উদ্দিন এর নিকট হস্তান্তর করেন।

এসয়ম টিআই প্রশাসন মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা প্রবাসি জসিম উদ্দিন এর অভিযোগের ভিত্তিতে আমদের একটা টিম অভিযানের মাধ্যমে তার হারানো মালামাল উদ্ধার করতে সক্ষম হই, তার বাড়ি মিরসরাই পরে তাকে আমরা আমাদের অফিসে ডেকে এনে তার হারানো মালামাল ফিরিয়ে দেওয়া হয়। এবং জনগণের সেবা নিশ্চিত করতে পেরে আমাদের ভালো লাগে। 

ওমান প্রবাসি মোঃ জসিম উদ্দিন সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। www.amarbangla.tv