ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদকঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফিকে শারীরিক চেকআপের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার আজগর আলী হাসপাতালে নেয়া হচ্ছে তাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের মহানগর দপ্তর সম্পাদক ও মিডিয়া সমন্নয়ক মাওলানা ইকবাল খলিল। তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিছু শারীরিক চেকআপের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকায় আজগর আলী হসপিটালে চিকিৎসা নিবেন।
জানা যায়, ১০৩ বছর বয়স্ক এ আলেম বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। এর আগে গত শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে নগরেরর সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়।
Post Views: ১১৮