এমপি এনামুল অনেক মেয়ের সর্বনাশ করেছেন : লিজা

এমপি এনামুল অনেক মেয়ের সর্বনাশ করেছেন। এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা। 

আমার বাংলা টিভি ডেস্কঃ এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা বলেছেন, জায়নামাজে দাঁড়িয়ে এমপি এনামুল বলেছেন, প্রথম স্ত্রী আর তুমি ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই। প্রতারকের সব কথাই আমি বিশ্বাস করেছি। বিয়ের পরে জানতে পারি অনেক মেয়ের সে সর্বনাশ করেছে। রাজশাহীতে সাংবাদিক সম্মেলন করে কাল আমি সবাইকে জানাবো।

প্রতি মুহূর্তে আমাকে মামলা ও হত্যার হুমকি দিচ্ছে। আমি জীবনের নিরাপত্তা চাই। আমি তার কাছে স্ত্রীর মর্যাদা আর সন্তান দাবী করেছি। এমপি সাহেব বলছেন, আমি ব্লাকমেইলিং করে বাড়ি- গাড়ি করেছি বলে অপপ্রচার করছেন। কিন্তু তিনি আমাকে কোনদিন একটি টাকাও দেননি।

রাজশাহীতে যে বাড়ি করেছি, সেটি ব্যাংক লোন নিয়ে করেছি। জমিটি আমার মায়ের পক্ষ থেকে পাওয়া। ব্যাংক এখনো আমার কাছে এক কোটি ১০ লাখ টাকা পায়। গত এক বছর কিস্তির টাকা দিতে পারছি না। এজন্য আমার নামে মামলাও হয়েছে। আমার কোন গাড়ি নেই। অটো আর রিক্সায় চলাচল করি।

তবে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, সবই মিথ্যা কথা। একটি মিথ্যা বাদীর বিরুদ্ধে কোন কথা বলবো না। তবে আয়েশা আক্তার লিজা বলেন, একজন সংসদ সদস্য এতো বাজে এবং চরিত্রহীন হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি নাই উনি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে নিজের পত্রিকায় নিউজ করেছেন।

লিজা বলেন, এর প্রতিবাদে আমি যখন ফেসবুক লাইভ করেছি উনি আমার আইডি হ্যাক করে ভিডিও নাই করে দিয়েছেন। তার আসল চেহারা জনগণের সামনে তুলে ধরেছি তাই উনি এখন নিজেকে বাঁচাইতে এগুলো করছেন। বিভিন্ন কাজ করে দেবার নামে অনেক মেয়ের সর্বনাশ করেছে। এমপি এনামুল হক নিঃশ্বাসে- প্রশ্বাসে মিথ্যা কথা বলেন। সূত্র আমাদের সময়। শেয়ার করুন।