এবারের বাজেটে দাম বাড়ছে এবং কমছে যে পণ্যগুলোর।
আমার বাংলা টিভি ডেস্কঃ প্রথমবারের মতো বাজেটে ঘাটতি, ৫.৮ শতাংশ। তবে দাম কমবে, স্বর্ণ, কৃষি ট্রাকটারের টায়্যার, ট্রিউব, গিয়ার বক্স, ট্রেক্সটাইল যন্ত্রাংশ। খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে চিনি, রসুন, পোল্টি খাদ্য। ইলেক্ট্রনিক্স সিগন্যাল, ডিটারজেন পাওডার, প্লাস্টিক পন্য, স্মার্ট ফোন।
চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, মাস্ক, গ্লাবস, হ্যান্ডস্যানিটাইজার, পিপিই, ভেন্টিলেটর।
দাম বাড়বে যে জিনিসের, এসি, মোটরসাইকেল, সিগারেট, মোবাইলে কথা বলার খরচ, বাইসাইকেল, ইন্টারনেট খরচ, বডি স্প্রে, আইরোন, স্কু, আইসক্রিম।
খাদ্যের মধ্যে রয়েছে গুড়া দুধ, লবণ, আমদানি সবজি ও মাছ, ফল, মধু, চকলেট, আমদানিকৃত দুধ, কসমেটিকস।
এছাড়া রয়েছে আমদানি করা এ্যালকোহল, চিংড়ি, রং, বাদাম।
এবার অনলাইনে ১ম কর দিলে ২ হাজার টাকা মওকুফ করা হবে। শেয়ার করুন ।
Post Views: ৬৩