একাত্তরের মুক্তিযোদ্ধাদের নতুন মাত্রায় করোনার বিরুদ্ধে দূর্গ গড়ে তুলতে হবে মেয়র নাছির

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।   

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ৭১’ এর রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের কাছে ২০২০ সালের করোনা প্রতিরোধ যুদ্ধ একটি নতুন অভিজ্ঞতা। সেই সময় শক্র ছিলো দৃশ্যমান পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় শক্তি, আর এখন লড়তে হচ্ছে অদৃশ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবের বিরুদ্ধে, যাকে ছোয়া যায় না, ধরা যায় না দেখা যায় না। অথচ এর গতি বাতাসের চেয়ে দ্রুত এবং ধ্বংস করার ক্ষমতা পরমানু বোমার চেয়ে বেশি। এই নীরব ভয়ঙ্কর ঘাতক ঘরে ঘরে কড়া নাড়ছে। সে যেন ঘরে ঢুকতে না পারে এটাই করোনা বিরোধী সঠিক রণকৌশল।

একাত্তরে যারা যুদ্ধ করেছেন এবং এখনো বেঁচে আছেন তাদেরকে নতুন প্রেক্ষিত ও মাত্রায় করোনার বিরুদ্ধে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে। এজন্য সতকর্তা, সচেতনতা, আত্মসুরক্ষা, শুদ্ধাচারী জীবন ধারা, ধৈর্য্য ও সাহসের কোন বিকল্প নেই। amarbangla.tv

আজ সকালে চট্টল শার্দুল মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দামপাড়া পল্টন রোডস্থ মরহুমের বাসভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব ও মহাসচিব উত্তম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মাহফুজ আহমদ, মোহাম্মদ আলী, কুতুব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ নাসির, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ মিন্টু, খালেদ মোহাম্মদ আলী টিটু, রনি সরকার, মোহাম্মদ তাকিব, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আকবর, মিন্টু দেব, হাবিবুর রহমান হাবিব, নূর হোসেন দুলাল, শেখ সাদি, বেলাল আহমদ, সুজন বড়ুয়া, মেজবাহ উদ্দিন আজাদ, শেখ ফরিদ, মোহাম্মদ আজিজ, মো সাজ্জাদ হোসেন ফয়সাল, জাহেদ হাসান, মোহাম্মদ দাউদ,মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার খোরশেদ আলম, আনিসুল ইলাম চৌধুরী, এস এম মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পাঠ করেন মোহাম্মদ আলী। শেয়ার করুন।