উপহার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে বোয়ালখালী-০৭০৯ ব্যাচ
আমার বাংলা টিভি ডেস্কঃ পৃথিবীর অন্যান্য দেশ ও অঞ্চলের মত বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাসের ঢেউ আছড়ে পড়েছে। পৃথিবী জুড়ে প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। এই ভাইরাস মোকাবেলায় প্রায় সকল দেশ লকডাউন ঘোষণা করে। ২৬ মার্চ থেকে বাংলাদেশও অঘোষিত লকডাউন চলছে। চলছে সাধারণ ছুটিও। ফলে থমকে গেছে জনজীবন। বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের আয়ের উৎস। আর এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে জনসমাগম এড়াতে জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে। আর এতে অনেকটাই ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। বোয়ালখালী-০৭০৯ (এসএসসি ২০০৭ এইচএসসি ২০০৯) ব্যাচের সদস্যদের নিজ উদ্যোগে শুরু করেছে খেটে খাওয়া দিনমজুর-অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপহারের ব্যবস্থা।
গত ৭মে বৃহস্পতিবার সকালে গ্রামের অসহায় হতদরিদ্র্য ও কর্মহীন পরিবারে মাঝে তারা এসব উপহার সামগ্রী বিতরণ করেন । প্রথম দফায় অর্ধশতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, সয়াবিন, চিনি, চিড়া, ময়দ, সেমাই। বোয়ালখালীর দশটি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সদস্যরা জানান, উদ্ভূত পরিস্থিতিতে ভোগান্তিতে রয়েছেন নিম্ন আয়ের মানুষজন। তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই সংগঠনের পক্ষ থেকে তাদের ঘরে ঘরে গিয়ে কিছুু উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। করোনা আতঙ্ক নিয়ে ঘরবন্দীদের মধ্যে যারা নিতান্তই হতদরিদ্র, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার।
তার আরো বলেন, আমরা আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে যতটুকু পেরেছি তাদের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তবে দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে নিজ নিজ এলাকায় সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য। দেশের এই দুর্যোগময় সময়ে আমরা যে যতটুক পারি অসহায়দের পাশে দাঁড়াবার চেষ্টা করি। নিজে সচেতন থাকি অন্যকে সচেতন করি। তাদের এই উপহার সামগ্রী বিতরণ পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি। নিউজটি শেয়ার করুন।