ইফতার কিনতে ভিড় বোম্বেওয়ালার দোকানে
চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার মোড়ের বোম্বেওয়ালার দোকান হিসেবে পরিচিত রয়েল বাংলা সুইট হাউসে ইফতার কিনতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর থেকেই দূরদূরান্ত থেকে মানুষ এখানে ইফতার কিনতে আসে। কেউ কেউ প্রাইভেট কার নিয়েও এসেছিলেন এখানে। তবে ভিড়ের কারণে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্বের বালাই ছিল না। ছিল না লাইনও।
বিক্রয়কর্মীরা আমার বাাংলা টিভিকে জানান, প্রতিকেজি মাটন হালিম ৬০০ টাকা, জিলাপি ২৪০ টাকা, কাবাব ও সমুচা প্রতিটি ২০ টাকা, মালাইকারি মিষ্টি ৬০০ টাকা, হালুয়া ৪০০-৬০০ টাকা বিক্রি হচ্ছে।
তারা জানান, প্রতিদিন ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ইফতার বিক্রি হবে।
ইফতার কিনতে আসা আবুল হোসেন জানান, জরুরি কাজে বের হয়েছিলেন। প্রথম রমজান তাই হালিম ও জিলাপি কিনছেন। দোকান খোলা না থাকলে কিনতেন না।
পাশেই ক্যাফে জুবিলি হোটেল। সামনের ফুটপাতে টেবিলে ইফতারির পসরা সাজিয়েছেন তারা। জানালেন, জিলাপির কেজি ২০০ টাকা, ছোলা ভাজা ১২০ টাকা, পেঁয়াজু, বেগুনি, মরিচা ৩ টাকা, কাবাব ও রোল ২০ টাকা, সমুচা ১০ টাকা বিক্রি করছেন।
এ ছাড়া অলিগলিতে টেবিল, ভ্যানগাড়িতে বিক্রি হচ্ছে খেজুর, শসা, লেবু, পুদিনাপাতা, কাঁচা আম, কাঁচামরিচ, ধনেপাতা, মুড়ি ইত্যাদি।
প্রতি জোড়া লেবু আকার ভেদে ১৫-৩০ টাকা, পুদিনার আঁটি ১০ টাকা, কাঁচা আম কেজি ৪০ টাকা, ধনেপাতা কেজি ৮০ টাকা, খেজুর ১৫০ থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছে।