ইউএসটিসি ছাত্রলীগের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা ।
আমার বাংলা টিভি ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কড়াল থাবায় দিনকেদিনকে বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন। উন্নত বিশ্বের দেশগুলো যখন মৃত্যুর মিছিল গুনছে। উন্নয়নশীল দেশ ছোট একটি রাস্ট্র বাংলাদেশ তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেস্টা করে যাচ্ছে মহামারী প্রতিরোধে। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। হাসপাতালগুলোতে করোনার ভাইরাসজনিত বাড়তি চাপ। প্রতিদিন বাড়ছে রুগীর সংখ্যা। মহামারী করোনা ছাড়াও অন্যান্য স্বাভাবিক রোগাক্রান্ত রুগীর সংখ্যাও প্রচুর ।
আবার করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষজ্ঞরা সাধারণ জ্বর, সর্দি-কাশিও অন্যান্য অসুস্থতার আক্রান্ত রুগীদেরকে ঘরে বসে স্বাস্থ্যসেবা নেয়ার পরামর্শ দেন। এমন জটিল পরিস্থিতিতে রুগীদের চিকিৎসা নিতে হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হওয়াটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে এই মূহুর্তে। ফলে স্বাভাবিক রুগীরা চিকিৎসা সেবা নিয়ে এক ধরনের দ্বিধা দ্বন্দের মধ্যে ভুগছেন।পাচ্ছেন না প্রয়োজনীয় স্বাস্বসেবা। নানা জটিলতার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ রুগীদের। স্বাস্থ্যখাতের এই ভোগান্তিতে যখন দেশব্যাপী জনগণ তখনি দেশের সার্বিক করোনা পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে এসেছে ইউএসটিসি ছাত্রলীগ।
তারা উদ্যোগ নিয়েছেন টেলি-মেডিসিনের। টেলিফোনের মাধ্যমে রুগীরা পাবেন ডাক্তারদের পরামর্শ প্রয়োজনীয় চিকিৎসা সেবা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি শাখার ছাত্রলীগের সভাপতি মোঃরাকিবুল হুদার সাংগঠনিক নেতৃত্বে চালু করা হয়েছে ফ্রী মেডিকেল হেল্পলাইন। যার মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই দিনরাত ২৪ ঘন্টা ফোনকলের মাধ্যমেই দেয়া হচ্ছে ‘ফ্রি স্বাস্থ্য সেবা’ স্বনামধন্য ডাক্তারগণ এগিয়ে এসেছেন জনগনের সবাই। প্রতিদিন ঘরে বসে এই স্বাস্থ্য সেবা নিচ্ছেন দেশব্যাপী হাজারো মানুষ।
এই বিষয়ে মোঃরাকিবুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন যে, “অতীতের যেকোন সময়ের মতো আমরা ইউএসটিসি ছাত্রলীগ দেশ ও জনগনের সেবায় ঐক্যবদ্ধ। আমাদের মেডিকেল হেল্পলাইন নাম্বারগুলোতে কল করে ঘরে বসেই যেকোন শারীরিক অসুস্থতার বিষয়ে পরামর্শ নিতে পারবেন যে কোন প্রান্ত থেকে। এই মহামারি’র সময়ে সবার জীবনকে কিছুটা সহজ করার জন্যই আমাদের এই উদ্যোগ তাই সকলে ঘরে থেকে নিরাপদে থেকে স্বাস্থ্যসেবা নিবেন। আতংকিত নয়, সকলে সচেতন হয়েই আমরা করোনা প্রতিরোধ করবো”
দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই দিনরাত ২৪ ঘন্টা ফোনকলের মাধ্যমেই দেয়া হচ্ছে ‘ফ্রি স্বাস্থ্য সেবা’ স্বনামধন্য ডাক্তারগণ এগিয়ে এসেছেন জনগনের সবাই।
ডাঃ মোহাম্মাদ মইনউদ্দিন মুন্না
এমবিবিএস,পিজিটি(মেডিসিন,চর্ম ও যৌন)
সিএমসিএইচ
মোবাইল নংঃ০১৬৭৭৬৮৫৫২১
ডাঃআহমেদ রিজওয়ান আনোয়ার মাশরাফি
এমবিবিএস,পিজিটি(কার্ডিওলজি)
সাওল হার্ট সেণ্টার, চট্টগ্রাম
মোবাইল নংঃ০১৬৭৩৯৪০১৩৫
ডাঃআরিফ ইনায়েত
এমবিবিএস,পিজিটি(কার্ডিওলজি)
সিএসটিসি হাসপাতাল, চট্টগ্রাম
মোবাইল নংঃ০১৮৩০০৯২১৯২
ডাঃমোশারফ তানভীর
এমবিবিএস,ডিটিসিডি
এন আই ডি সি এইচ
মোবাইল নংঃ০১৮১১৮০৭৫১৫
ডাঃওয়াহিদুল আলম শাহীন
এমবিবিএস,এমডি(ইন্টার্নাল মেডিসিন)
বার্ডেম হাসপাতাল,ঢাকা
মোবাইল নংঃ০১৮২০০০০২৩৬৯
ডাঃশুভ চক্রবর্তী
এমবিবিএস,পিজিটি
সিএমসিএইচ
মোবাইল নংঃ০১৮৩৪২৪১৫৫৫
ডাঃজাহেদুল বাহার বাধন
এমবিবিএস
ইউএসটিসি
মোবাইল নংঃ০১৬৭৩৬৬২৮১৮
ডাঃশহিদুল আলম
এমবিবিএস
ইউএসটিসি
মোবাইল নংঃ০১৬৮১৯৬০০০৬
ডাঃশাহনেওয়াজ পারভেজ সোহাইল
এমবিবিএস
ট্রিটমেন্ট হাসপাতাল
মোবাইল নংঃ০১৬৭৩৩৪৬৭৮২
ডাঃইয়াসির আরাফাত
এমবিবিএস,পিজিটি(মেডিসিন)
সিএমসিএইচ
মোবাইল নংঃ০১৮৪০১০৪৪৬৮
ডাঃইবনুল ইসলাম
এমবিবিএস,পিজিটি(কার্ডিওলজি)
সিএসসিয়ার,চট্টগ্রাম
মোবাইল নংঃ০১৬৭৫২৭০৭৯১
ডাঃমেজবাহ উদ্দিন
এমবিবিএস,পিজিটি(মেডিসিন)
সিএমসিএইচ
মোবাইল নংঃ০১৮৩৯৫৫৪৪৮৬।