আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাই এর দায় নেব না : মির্জা ফখরুল

আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাই এর দায় নেব না : মির্জা ফখরুল। 

 

আমার বাংলা টিভি ডেস্কঃ শনিবার সকালে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রী মহল আমার নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনও Facebook Account খুলিনি।

সুতরাং এই সমস্ত ভূয়া Facebook Account এর কোনও মতামতের সংগে আমার কোন ধরণের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনও দায় দায়িত্ব আমার নেই। সংশ্লিষ্টদের অনুরোধ করবো এই সব ভূয়া অপপড়ঁহঃ খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য।

ভুয়া Facebook Account এর মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে Facebook কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজটি শেয়ার করুন।