আমলাতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর রেশন কার্ড প্রকল্প মুখ থুবড়ে পড়েছে: মেনন

আমলাতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর রেশন কার্ড প্রকল্প মুখ থুবড়ে পড়েছে: মেনন। 

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি আরো বলেন, বাংলাদেশ সম্পূর্ণই আমলাতন্ত্রের হাতে বন্দী। যার ফলে কোভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা দূরে থাক, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নাই। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নাই।

দেশের মানুষের ভাগ্য ভাল যে শতকরা ৮০ ভাগ করোনা রোগীকে হাসপাতালে যেতে হয় না। আর যদি যেতেই হয় তবে ভেন্টিলিটারের অভাবে ঐ রোগীদের কি অবস্থা হতো তা বোঝা যেত।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রী ব্রিফিং-এ বলেছেন খোদ যুক্তরাষ্ট্রেই ভেন্টিলিটারের অভাব রয়েছে! সেখানে কত হাজার আক্রান্ত, আর কতজন মারা যাচ্ছে তার হিসাব আছে কি স্বাস্থ্য মন্ত্রীর।

চিকিৎসকদের পিপিই ও এন-৯৫ মাস্ক সরবরাহ নিয়ে প্রতিদিন ব্রিফিং-এ বলা হচ্ছে লাখ লাখ পিপিই, কীট আছে। সরবরাহও করা হচ্ছে। কিন্তু ঐ পিপিই-র অভাবে যখন চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী মারা যান, আক্রান্ত হন তার কি উত্তর।

মেনন বলেন, সুচিকিৎসা বলতে বোঝায় চিকিৎসা সেবার সাথে জড়িত প্রতিটি প্রয়োজনীয় সামগ্রীর যথাযথ সরবরাহ- যেমন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, সেবিকাদের যথাযথ কার্যকরী ভূমিকা, পরিস্কার-পরিচ্ছন্নতা, অক্সিজেনসহ অন্যান্য কিছু ব্যবস্থার লেভেল অনুযায়ী জনবল ব্যবস্থা রাখা।’ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তা রেখেছেন কি? জাগরণ। নিউজটি শেয়ার করুন।