চট্টগ্রামে কর্মরত সাংবাদিক একাদশ ও সদ্বীপ ক্রিকেট একাদশ।
আমার বাংলা টিভি ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্মরত সাংবাদিক একাদশ ও সদ্বীপ ক্রিকেট একাদশ মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে সদ্বীপ একাদশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জিতে চট্টগ্রাম সাংবাদিক একাদশ ব্যাটিং করে প্রথমে। চট্টগ্রাম ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৬টি উইকেট হারিয়ে তোলে ১৩৭ রান।
সফররত সদ্বীপ একাদশ ১৩৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১২.৩ ওভার ৫ উইকেট ১৩৮ রান জয়লাভ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও ক্রীড়া সংগঠক ফরিদ মাহামুদ।
এ সময় তিনি বলেন, আজ সাংবাদিকরাও খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ থেকেই বোঝা যায় খেলাধুলায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিনিয়র স্পোর্টস সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, পাক্ষিক মাঠের লড়াই এর সম্পাদক মোঃ ফারুক ও চ্যানেল আই সদ্বীপ প্রতিনিধি মোঃ শাকিল।