আনোয়ারায় ১১ টি ইউনিয়নে মোস্তাফিজুর রহমানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সদস্য ও ছাত্রদলের নেতারা।
আমার বাংলা টিভি ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কভিড – ১৯) প্রভাব বাংলাদেশ ও ছড়িয়ে পড়ার কারণে দেশে বর্তমানে অঘোষিত লকডাউন চলছে। এই পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্র অসহায় ও নিম্ন আয়ের পরিবারের জন্য, আনোয়ারায় ১১ টি ইউনিয়নে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দক্ষিন চট্টগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম ১৩ আনোয়ারা- কর্ণফুলী আসন থেকে বিএনপির নমিনেশন প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও গরীব অসহায় মানুষের আপনজন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। amarbangla.tv
৭ (এপ্রিল) থেকে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এর ব্যাক্তিগত তহবিল থেকে আনোয়ারা ১১ ইউনিয়ন এর ১১ জন প্রতিনিধি হাতে ৬ হাজার পরিবারের জন্য, ত্রান তাদের হাতে তুলে দেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতারে। ইউনিয়নে অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মোস্তাফিজুর রহমান বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, আনোয়ারায় ১১ টি ইউনিয়নে দিনে আনে দিনে খায় হতদরিদ্র, ও কর্মহীন এমন অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয় আমাদের নেতা কর্মীরা এবং আস্তার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সদস্যরা।
এসম তিনি আরো বলেন, বর্তমান দেশের দূর্যোগকালীন সময়ে, কে শ্রমিক, কে মালিক, কে ধনী, কে গরিব, কোন মানুষ, কোন দল করে, তা বিবেচনা করার সময় না। মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো সামর্থবান যাদের আছে তাদের কর্তব্য। করোনা দূর্যোগের শুরু থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত ও দলীয়ভাবে অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছে। অপরদিকে তিন তিন বার ভোট চুরি করে ক্ষমতায় আসা আওয়ামীলীগের নেতাকর্মীরা সারাদেশে গরীব অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রী অত্মসাত করছে। তারা কফিনের কাপড় পেলেও সেটা পর্যন্ত চুরি করবে বলে, তাদের নেত্রী মন্তব্য করেছেন, সে দলের কাছ থেকে ভাল কিছু জাতি আশা করে না। করবেও না। নিউজটি শেয়ার করুন।