আনোয়ারার ১১ ইউনিয়নে বিএনপি নেতা মোস্তাফিজের খাদ্য বিতরণ
নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মানতে গিয়ে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
তার ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিগত এক সপ্তাহ ধরে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ঘরে ঘরে গিয়ে প্রতিনিধিরা এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
বিতরণ কার্যক্রমে থাকা স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল আলম বলেন, অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যশী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নে ছাত্রদল নেতাদের মাধ্যমে এসব পরিবারের মাঝে পৌছে দেওয়া হয়েছে।
এবিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলার কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জন্য প্রাথমিকভাবে ৫শ ৫০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এবং তা সুষমভাবে বণ্টন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো বিতরণ করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।