আঃলীগ নেতা আমিনুল ইসলাম ২৫০০ পরিবারের মুখে হাসি ফোঁটালো

আওয়ামীলীগের নেতা আমিনুল ইসলাম আমিন ২৫০০ পরিবারের মুখে হাসি ফোঁটালো     

আমার বাংলা টিভি ডেস্ক: বৈশ্বিক মহামারি কভিড নাইন্টিনের কারণে এখন পুরো দেশ স্তব্ধ। করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে দেশের অধিকাংশ জেলা করা হয়েছে লকডাউন। এমতাবস্থায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবি মানুষের কথা ভেবে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনের মানুষের জন্য ২৫০০হাজার মানুষের মুখে মানবিক খাদ্য সামগ্রী তুলে দিয়ে অসহায় পরিবারের মু্খে হাসি ফুঁটিয়েছে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে এসব সামগ্রী কর্মহীন অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে।

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুসলমানদের পবিত্র মাহে রমজান কে সামনে রেখে কর্মহীন অসহায় পরিবারের সংকটময় মুহুর্তে কেন্দ্রীয় আঃলীগ নেতা আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে অসচ্ছল পরিবারের জন্য উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। উপহার সামগ্রীতে ছিল ৫কেজি চাউল, ২কেজি আলু, ২কেজি লবন, ১কেজি পেঁয়াজ, ১কেজি চিনি, ১কেজি ছোলা, ১লিটার সোয়াবিন ও একটি সাবান সহ নিত্য প্রয়োজনীয় জিনিষ।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন আমার বাংলা টিভি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে উনার নির্দেশে মানবতার সেবায় কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি। ইতিপূর্বে আমার ব্যক্তিগত তহবিল থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়ার ১৮শ’ কর্মহীন শ্রমজীবি-হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছিলাম। এছাড়াও দুই উপজেলায় তিন হাজার মাস্ক, সাবান, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার সুরক্ষা সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। আসন্ন রমজানকে সামনে রেখে আমার ব্যক্তিগত তহবিল থেকে আবারও সাতকানিয়া-লোহাগাড়ার ২৫০০ কর্মহীন অসহায় পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচতে এবং পরিবারকে বাঁচাতে সরকারের নির্দেশনা মেনে অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করার মাধ্যমে করোনার ভয়াবহ প্রকোপ থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হবে। জাতীয় সংকটময় মুহুর্তে চারপাশের বিত্তশালীরা এগিয়ে আসলে সবার মুখে হাসি ফোঁটবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রাম থেকে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলার বিভিন্ন গ্রামের ২৫০০ কর্মহীন অসহায় পরিবারে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানান আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী মিরান হোসেন মিজান। সামাজিক দুরত্বের বিষয়টি মাথায় রেখে দলীয় নেতাকর্মীদের জনসমাগম এড়িয়ে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ইফতার সামগ্রী স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে হতদরিদ্রের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করছেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লুৎফর রহমান মাসুম।